মোঃ এন.এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে তারাপুরে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মমতা প্রকল্প তারাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি টি তারাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন থেকে বের হয়ে ইউনিয়নের গুরত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে মোকলেছুর রহমান এর সভাপতিত্বে ও সুরাইয়া আক্তার সুমির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, ঞ ঙ ্ ঈ ই ঝ রুমা, রুপালি রাণী, সাংবাদিক লিয়ন রানা,
এ সময় বক্তারা বলেন, সংক্রামক এবং অসংক্রামক সব ব্যাধির জন্যই বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে, বাড়ছে উদ্ব্যেগ-উৎকণ্ঠা।

ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন অসংক্রামক রোগ বাসা বাধছে আমাদের শরীরে। ফলে মানব স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা মানব স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দিতে হবে।
শেষে গর্ভবতি মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় গর্ভবতি মা, শ্বাশুড়ি ও স্বামীসহ মোট ২০ জন অংশ গ্রহণ করেন । এতে বিজয়ী হন গর্ভবতি মা ৪ জন, স্বামী ৩ জন ও শ্বাশুড়ি ১ জন। মোট ৮ জন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *