এন. এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
৩৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিববাড়ী মোড় থেকে নলডাঙ্গা হয়ে শঠিবাড়ী জেলা সড়ক পর্যন্ত প্রায় ১১কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে গত উপজেলার বামনডাঙ্গা শিববাড়ী মোড়ে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে উদ্বোধনকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার ও ঠিকাদার মোজাহার ইসলাম প্রমূখ।