স্টাফ রিপোর্টার ; মোঃ ইকবাল মোরশেদ।
ফেনীর সোনাগাজীতে বিতর্কিত নথির জমি দখলে নিতে আবারো প্রবাসী মিলন ও মিজানের পরিবারের উপর সন্ত্রাসি হামলা ও বাড়ী ঘরছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে মোটরসাইকেলের বহর নিয়ে স্থানীয় মেম্বার আবদুল্লাহ ও যুবলীগের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীদের নেতৃত্বে ওই প্রবাসীর বাড়ীতে হামলা করেছে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীরা প্রবাসীর পরিবারকে বাড়ী ঘর ছেড়ে যেতে বলে, না হয় উচ্চেদ করার হুমকি দেয়। এর আগে শুক্রবার বিকালে একইভাবে হামলা করে ওইসব সন্ত্রাসীরা ।

আহত গৃহকর্তা আমির হোসেন জানায়, উপজেলার চর খোয়াজ গ্রামে বক্কার খাল পাড়ে ২২শতক সরকারি খাস জায়গায় নথি বরাদ্দ পেয়ে খতিয়ান সৃজন করেন জামাল উদ্দিন ছুট্টু নামের এক কথিত ভূমিহীন।

ওই জমি দখলে নিয়ে নির্মান কাজ করলে দুটি গ্রামের পানি চলাচলে বিঘ্ন ঘটার আশংকা থাকায় এলাকাবাসি বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় ইউপি সদস্য আবদুল্লাহর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসি দেশিও অস্ত্র নিয়ে প্রবাসী মো.মিলন ও মো. মিজানের বাড়ী ও বসতঘরে হামলা ভাংচুর চালায়।
এতে মিলনের পিতা আমির হোসেন, মা, মিলনের স্ত্রী, মিজান ও তার স্ত্রী সহ অন্তত ১০জন আহত হন।

প্রবাসী মোঃ মিলন জানান, পরিবারের উপর তৃতীয় দফা হামলার ঘটনায় আদালতে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *