নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমাবার (৬ই মার্চ) ভোরে মেঘনা টুল প্লাজা এলাকায় ফরেস্ট চেক পোস্ট স্টেশনে নিয়মিত টহলের অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারী গাছের বল্লিসহ ১ টি গাড়ী আটক করা হয়।

গাড়িটি ত্রিফল দিয়ে গাছগুলো ডাকা ছিলো এসময় ফরেস্ট স্টেশনে এ দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে গাড়ি দ থামানোর জন্য সিগনাল দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। যার গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড -১১-২৮৪৩ গাড়ীটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

গাড়িটিতে ৬৬ পিচ গজারী বল্লি জব্দ করা হয়। মামলা প্রক্রীয়াধীন আছে বলে জানান। অভিযানের নেতৃত্বে দেন সোনারগাঁও ফরেস্ট চেক পোস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার সহাকারী স্টাফগন। ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সায়েদুল ইসলাম জানান যে এই অভিযান অব‍্যহত থাকবে। তবে চালক ও হেলপার গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ১৯২৭ সনের বন আইনের ধারা অনুযায়ী (২০০০) সালের সংশোদিত ৪১ ধরায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *