নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়নগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউপি বেলপারা এলাকায় অবস্থিত অটো গাড়ির শোরুমে ডুকে সন্ত্রাসী হামলা- থানায় অভিযোগ ।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও সাদিপুর ইউপি বেল পারা এলাকায় অবস্থিত মোক্তার হোসেন ভূইয়ার সত্বাধিকারী মেসার্স বিসমিল্লাহ্ অটো হাউজ-২ গাড়ির শো-রুম। যেখানে লক্ষ লক্ষ টাকার মূলধন নিয়ে দীর্ঘদিন যাবত নতুন ব্যাটারী ও অটোগাড়ির ব্যবসা করিয়া আসিতেছে।

এরই মধ্যে গত ১৭-০৩-২০২২ইং বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪.০০ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী(১) আল-আমিন(৪৪) পিতা, বাতেন মোল্লা,সাং-নানাখী গুননগর,সাদিপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা দশ থেকে পনের জনের একটি চক্র অটো শোরুমে ডুকে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়।

হামলা কারীরা শোরুমে ডুকে প্রথমে মোক্তার হোসেন ভূইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে জামা কাপড় ছিড়ে ফেলে। দোকানে অবস্থানরত তার ছেলে মোঃ সিফাত এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করে। পরে টেবিলের ক্যাশ বাক্স থেকে নগদ তিন লক্ষ(৩,০০০০০/) টাকা ও মোক্তার হোসেনের ব্যবহৃত ভিভো মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

যাওয়ার সময় সন্ত্রাসী আল-আমিন ও তার সহযোগীরা মোক্তার হোসেনকে অপহরনের উদ্দেশ্যে দোকান থেকে তুলে নিয়ে যায়। তারা মোক্তার হোসেন ভূইয়াকে অপহরন করে পঞ্চমীঘাট এলাকা দিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। পরে তারা লোকজন দেখে মোক্তার হোসেনকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে আহত মোক্তার হোসেন ভূইয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবং এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তবে টাকা ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আমরা যে কোন সময় বিবাদীদের গ্রেফতার করতে সক্ষম হবো। তবে বাদী মোক্তার হোসেন জানায় সন্ত্রাসী আল-আমিন এখনো তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *