আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলার মাল্টি পারপাস ওর্য়াকসপ আজ সদর উপজেলা আলোর ভুবনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্কাউটসের কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল আলম।অনুষ্ঠানে ৯টি উপজেলা থেকে সম্পাদক, কমিশনার, স্কাউট রিডার, কাব লিডার ও জেলার সহকারী কমিশনারগন উপস্থিত ছিলেন।

সভায় গত বছরের বস্তবায়িত কাজ এবং আগামী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত কাজ তুলে ধরেন। প্রধান অতিথি সকলকে একযোগে কাজ করে কুড়িগ্রাম জেলার স্কাউটসকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।আরও বক্তব্য রাখেন সিনিয়র স্কাউটার এ কে এম সামিউল হক,উলিপুর উপজেলার কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, কুড়িগ্রাম জেলা স্কাউটস এর উপ-পরিচালক পূরুবী সরকার সম্পা ও জেলা স্কাউটের সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ফারুক। ওর্যাকসপটি পরিচালনা করেন জনাব আ,ন ম খায়রুল আনাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *