আজিজুল হক নাজমুল
স্টাফ রিপোর্টারঃ
ফেসবুকে একটি গ্রুপ মধ্যে দিয়ে পথ চলা শুরু। দিনে দিনে সেই গ্রুপ যুক্ত হতে থাকে স্কুল, কলেজ,মাদ্রাসাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। বাড়তে থাকে গ্রুপের পরিধি। এক ঝাঁক তরুণ-তরুণীর প্রাণবন্ত সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গ্রুপটি। সময় গড়ানোর সাথে সাথে সেই পেইজে যুক্ত হতে থাকেন, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারুণ্যেকে কাজে লাগিয়ে সেচ্চাশ্রমে মানবতার সেবায় কাজ করার সম্ভাবনা উঁকি দেয়। অল্পদিনেই সে সম্ভাবনাও বাস্তবে রুপ লাভ করে। তারুণ্যের গতিরোধ করবার সাধ্য কার? তাইতো বছর পূর্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের কাছে আশ্রয়স্থলে পরিণত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বলছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বপ্নের ফুলবাড়ী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কথা। সকলের আন্তরিক সহযোগিতায় পথচলার প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি।
আগামীদিনে মানবতার সেবায় দৃঢ় ভাবে কাজ করার প্রত্যয়ে বুধবার ২৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এক বছর আগে মানব কল্যাণে কাজ করার লক্ষে দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আজিজুল হক নাজমুল সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সংগঠনটি ধারাবাহিক ভাবে কাছ করে আসছে। যে কোন দূর্যোগে গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। বিগত এক বছরে সংগঠনের সদস্যের মাধ্যমে শতাধিক মুমূর্ষ রোগীকে রক্তদান করা হয়েছে।
বর্ষপূর্তির আয়োজনে বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইদুল হক পোদ্দার পুতুল, শিক্ষক বোস্তামী আলম লায়ন, ডাঃ মোঃ মকছেদুল হক এ আই টেকনিশিয়ান ফুলবাড়ী প্রাণিসম্পদ, শাহবাজার জামে মসজিদের ইমাম মোঃ হান্নান মিয়া, সংগঠনের সভাপতি রুহুল আমীন লিটন, সাধারন সম্পাদক মোঃ রেফাজুল আলম রুবেল, সহ সভাপতি মোঃ জুয়েল মিয়া, সহ সভাপতি মোঃ সজল পোদ্দার, দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ মিয়া সহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।