মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

২৩ মার্চ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হল রুমে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী দিবসে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান,

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাদ্দাম হোসেন রোমান খান প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ,লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার,প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম সহ আরো অনেক এই সময় উপস্থিত চিলেন।

এই মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সেবা প্রদানের জন্য প্রথম হয়েছেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিস,দ্বিতীয় হয়েছেন লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ও তৃতীয় হয়েছেন লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *