আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় বাদল(২৪) নামের এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে। সে উলিপুর পৌরসভার কুড়ার পাড় গ্রামের ফরিদুল ইসলাম বাবুর ছেলে। ৩ মে বুধবার সকাল ১১ টায় উলিপুর–রাজারহাট রোডের উলিপুর সিনেমা হলের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
উক্ত, বাদল উলিপুর বাজার থেকে তিন কেজি মিষ্টি নিয়ে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালিয়ে আত্মীয় বাড়ীতে যাচ্ছিল। উল্লেখিত স্থানে যানবাহন দেখে দ্রুত গাড়ী নিয়ন্ত্রণ করতে সে ব্রেক চাপলে মোটরসাইকেল থেকে রাস্তায় সজোরে ছিটকে পরে ও মাথায় প্রচন্ড আঘাত পায়।এ সময় তার মাথার খুলি থেকে মগজ বেড়িয়ে যায় এবং ঘটনাস্হলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।উলিপুরের দায়িত্ব প্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন বলেন, সরকার মোটরসাইকেল আরোহীদের সুরক্ষার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করেছেন। না পরার জন্য প্রতিদিন জরিমানাও করা হচ্ছে।তারপরেও অনেকে পরেন না। হেলমেট পরলে হয়তো এ দূর্ঘটনায় ছেলেটিকে অকালে জীবন হারাতে হতো না।এদিকে এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।