পিংকি জান্নাত স্টাফ রিপোর্টার ।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ির আলোচিত কাশেম হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পালাতক আসামি মো: জসিম উদ্দিনকে(৪২) রায়ের ষোল বছর পর গ্রেপ্তার করেছে
পুলিশ। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় তার আবস্থান নিশ্চিত হয়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভোলাইল এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সেখানে সিএনজি অটোরিক্সা চালক হিসেবে
কর্মরত ছিলেন। জসিম উদ্দিন ওই এলাকার আমিনুল হকের ছেলে। ওসি জানান,২০০৪ সালের ২৮ মার্চ জালকুড়ি সীমা ডাইং এলাকায় কাশেমকে গুলি করে হত্যা করে জসিম ও তার সঙ্গিরা। ওই ঘটনায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রেজিয়া বেগম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো; জাহির হোসেন আসামি জসিম ও হুমায়ূনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার পর থেকেই পলাতক জসিম উদ্দিনের অনুপস্থিতেই ২০০৬ সালের পাঁচ মে মামলাটির বিচার কাজশেষে জসিমকে মৃত্যু ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন তৎকালীন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল মান্নান। মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত অপর আসামি হুমায়ূন ও
যাবজ্জিবন কারাদন্ডপ্রাপ্ত মোহন ও মনির কারাভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *