ষ্টাফ রিপোর্টারঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে- ভিন্ন আয়োজন করেন আলহাজ্ব আজমেরী
ওসমান। বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতার (৫০) বছর পূর্তি
উপলক্ষে- অসহায় পথশিশুদের মাঝে শিক্ষা ও খাদ্য সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে পথশিশুরা শিক্ষা ও খাদ্য সহায়তা পাবে, পাশাপাশি পাবে ঈদ সামগ্রী।

আজমেরী ওসমান বলেন-
ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নে- নারায়ণগঞ্জ জেলাকে রাষ্ট্রের মডেল জেলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরাই স্বপ্নের সেনার বাংলার প্রবেশপথ উন্মোচিত করবো, ইনশাআল্লাহ।

বিশ্বজয় করার গল্প শুনেছি বারবার, পড়েছি
আবার, দেখেছি সবার লক্ষ্য ছিলো- নিজের
স্বপ্নটাই বাস্তবায়ন করা, আজমেরী ওসমান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের
লক্ষে পথশিশু অনাথ অসহায় মানুষের জন্য
যে কাজ করে যাচ্ছেন এতে করে বঙ্গবন্ধুর
সেই চিরন্তন বানীকে জাতির সামনে নতুন করে তুলে ধরা হলো। বঙ্গবন্ধু বলেছিলেন- “এই স্বাধীনতা তখনি আমার কাছে পূর্ণ স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান ঘটবে” শিক্ষা ও খাদ্য সহায়তা কার্ড
বিতরণ কালে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মাহমুদ তরিকুল হাসান (লিমন) স্বপ্নছোয়া পথশিশু মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাইউল ইসলাম প্রধান হাবিব, মোঃ মোস্তফা ভাণ্ডারী, লিয়াকত হোসেন বেপারী, গোলাম মোস্তফা, মো সুমন, মো নিজাম সিকদার প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *