আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে প্রায় ২০ বছর আত্মগোপণে থাকা ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুস সাত্তার তিনি উপজেলার কিসমত বিল্লী গ্রামের গরীবুল্লাহ আলীর পুত্র।

একটি ডাকাতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে নাম পরিবর্তন করে দীর্ঘ প্রায় ২০ বছর যাবত পার্শবর্তী দেশে আত্মগোপণ করে ছিলেন। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের (ইউপি) ঘুঘুডিমা গ্রামে তার মেয়ের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসতেন। এবার ইদেও তিনি মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।

এদিকে গত ৬মে দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তানোর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের (ইউপি) ঘুঘুডিমা গ্রামে তার মেয়ে নার্গিস আক্তারের বাড়ীতে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার আটক করে এবং ৭মে সকালে আদালতে সোপর্দ করেছেন।

প্রসঙ্গত, ডাকাতির অপরাধে আসামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে তানোর থানার মামলা নং-৮, ০৯/০৩/১৯৯৯ ইং ধারা-৩৯৯/৪০২ রেকর্ড হয়। মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। বিজ্ঞ দায়রা জজ আদালত, রাজশাহী সাক্ষ্য-প্রমান শেষে আসামী আব্দুস ছাত্তারের বিরুদ্ধে দন্ড বিধি ৩৯৯ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
কিন্ত্ত মামলা হওয়ার পর আসামি পার্শবর্তী দেশে আত্মগোপণ করে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *