আবদুল্লাহ আল নোমান
১১ই অক্টোবর , ২০২২ : চট্টগ্রামে পটিয়ায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বধোন করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এম পি। শিশুদের সেখানে ফাইজারের তৈরি বিশেষ একটি টিকা দেওয়া হচ্ছে।
এ সময় সামশুল হক চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী পদক্ষেপের কারণে অনেক উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী এই ভূমিকা প্রশংসিত হয়েছে। যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীরা কম বয়সী তাই পটিয়ার প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করা হবে।
তিনি টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য অভিবাবকদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ৫ হতে ১১ বছরের সব শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা গ্রহণের সুযোগ রয়েছে। কোনো শিক্ষার্থী যাতে বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।
জানা গেছে, ১৪ দিনের এ কার্যক্রমে ৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ১২ দিন স্কুলে স্কুলে আর বাকি দুইদিন টিকা দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে। টিকা পেতে শিশুদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয়েছে।
শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু বিমল মিত্রের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হারুনুর রশিদের পরিচালনা এতে আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, ডা সব্যচাসী নাথ,নাছির উদ্দিন পদ্মা,কাউন্সিলর গিয়াসউদ্দিন আজাদ,সরওয়ার কামাল রাজীব,উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রফিক হাসান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম,জাফর আলম প্রমুখ।