নিজস্ব প্রতিবেদকঃ
আলোকিত পৃথিবীতে এসেছিল যখন আনন্দ মুখরিত হয়েছিল সজন, আজ মার্চ এর ৩ তারিখ ৭১ বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার পিংকি জান্নাত এর শুভ জন্মদিন, এই দিনে পৃথিবীতে এসে আলোকিত করেছে বাবা মায়ের দুনয়ন, পিংকি জান্নাত জন্মদিনে সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখেছেন, তিনি আরও বলেন আমি যেনো একজন মানুষ হিসেবে মানুষের জন্য ভালো কিছু করতে পাড়ি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক,
এবং আমি বিশ্বাস করি মানুষের দোয়ার মধ্যে রয়েছে মানুষের আশা পুরণের বাস্তবতা তাই সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন এবং বাবা মায়ের সম্মান রক্ষা করে জীবন যাপন করতে পাড়ি সকলকে ধন্যবাদ।