৭১ মানে স্বাধীন বাংলাদেশ তাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখে প্রকাশ করছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাড়া বছরের ভালো মন্দ কাটিয়ে এসছে পবিত্র সিয়াম সাধনার মাস মহান দয়া ময় আল্লাহ এই সিয়াম সাধনার মাসের উছিলায় পৃথিবীর একজনের আমল যদি কবুল করে থাকে দোয়া করি সেই একজনের উছিলায় আমাদের সবাইকে মাফ করে দিয়ে সকল মসিবত থেকে হেফাজত করুন। এবং পৃথিবীতে বর্তমান যে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ চলছে তা থেকে মুক্তি দান করুক।
রাত শেষে ভোরের আলোয় আসছে খুশির ঈদ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পড়ব ঈদের জামাত।
সেমাই, ফিন্নি, পায়েস খেয়ে করবো মিষ্টি মুখ। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলি মাক্স ব্যবহার করি। ভালো ভালোবাসায়, ভালো আশায় ( ৭১ বাংলাদেশের ) পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
