খাদিজা আক্তার ভাবনাঃ
শুধু ১৪ নম্বর সেক্টর না তিনি উত্তরা ১২ নম্বর সেক্টর এই মনিষা চৌধুরী তমা দিন রাত পরিশ্রম দিয়ে,
কথায় না সে তার কাজে পরিচয় দিয়েছে,
মানবতার কন্যা♥।
গত বছর যেয়ে আবার ফিরে আসা নতুন বছর
করোনাভাইরাস কোভিড ১৯ দেশের এই মাহামারী পরিস্থিতিতে, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ও এম পি এডভোকেট সাহারা খাতুনের দিক নির্দেশনায়,বর্তমানে তিনি বেচে নেই কিন্তু তার আদর্শে ও ঢাকা ১৮ অাসনের এমপি জনাব অালহাজ্জ হাবীব হাসান এর নেতৃত্বে মনীষা চৌধুরী ৭জন অবহেলিত অসহায় গরীব শিশু পড়াশোনা ও ভরনপোষণ দায়িত্ব পালন করছেন।
করোনা ভাইরাসের ক্লান্তিলগ্নে,
গত বছর ২৪/০৫/২০২০ বিকেলে যুব মহিলা লীগের নেত্রী (মনীষা চৌধুরী তমা) নিজের পরিবারের সবার শপিং এর টাকায় উত্তরা ৫১ নং ওয়ার্ড, এতিমদের মাঝে ২০০ পাঞ্জাবি বিতরণ করেন।
এ ছাড়াও ৩৫০ টা পরিবার কে ঈদ উপলক্ষে, পোলাওচাল,সেমাই,চিনি,দুধ,সুজী,
ময়দা,খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মনিষা চৌধুরী তমা আপু ।
গত বছর দেশের এই মহামারী পরিস্থিতির শুরু থেকেই কাজ করে গেছেন মনিষা চৌধুরী তমা আপু,
তিনি গত বছর লক ডাউন এর শুরু থেকে ৭০০০ সাত হাজার অসহায় কর্মহিন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।নিজ উদ্যোগে নিজ অর্থায়নে কাজ করেছে,এবং করে যাচ্ছে প্রিয় মনিষা চৌধুরী তমা।