আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পথ হারিয়ে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে করে কুড়িগ্রামে আসা ১১ বছরের শিশু শাওনকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জানা গেছে, গত ১৫ জানুয়ারী রাত সাড়ে সাতটায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসারের নিকট সংবাদ আসে এক শিশু ট্রেনে করে ঈশ্বরদী রেল স্টেশন থেকে কুড়িগ্রাম রেল স্টেশনে চলে এসেছে। সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর থানার একটি টহল টিম কুড়িগ্রাম রেল স্টেশন থেকে মোঃ আলামিন ওরফে শাওন (১১) নামে এক শিশুকে উদ্ধার করে।
শিশুটি জানায়, সে ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বাবা রফিকুল ইসলাম ,গ্যাস কোম্পানির পিকআপ চালক। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকালবেলা ট্রেনে উঠে চলে এসেছে। পরবর্তীতে ঈশ্বরদী থানায় যোগাযোগ করে শাওনের পিতা মাতাকে সংবাদ প্রদান করা হয়। আজ ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ শাওনের বাবা-মা, ভাই কুড়িগ্রাম থানায় উপস্থিত হলে তাদের নিকট শিশু শাওনকে বুঝিয়ে দেয় কুড়িগ্রাম সদর থানা পুলিশ।