আড়াইহাজার থানাধীন পুরিন্দা সাদ্দেকুর রহমান উ”চ বিদ্যালয়ের ছাত্রী অপহরনে পর অপহৃতের পিতা কে এম অহাদ(৩৯)-এর অভিযোগের পেক্ষিতে দশলক্ষ টাকা মুিক্ত পন দাবীকরা এক অপহরনকারী গ্রেফতার করে র‌্যাব।

এইসময় অপহৃত ভিকটিম(১৫)-কে ও উদ্ধার করে। র‌্যাব-১১গোপন সংবাদের ভৃতীতে সোমবার ১৪ নভেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং মো.হাসানুর রহমান সুজন(১৯)নামে এক অপহরণকারী গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত অপহরণকারী মোঃ হাসানুর রহমান সুজন (১৯), পিতা- মোঃ ইকরামুল হক, সাং- সাহেবগঞ্জ, পাঠানসরি, থানা- রংপুর সদর,জেলা-রংপুরের বাসিন্দা।

র‌্যাবের এক প্রেসরিলিজে জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম আড়াইহাজার থানাধীন পুরিন্দা সাদ্দেকুর রহমান উ”চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থী।
গত ১০/১১/২০২২ ইং তারিখ ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে উপ¯ি’ত হলে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে জোড়পূর্বক
অপহরণ করে অজ্ঞাত ¯’ানে নিয়ে যায় এবং ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা
রুজু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *