কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ কোডিড করোনা বিধিনিষেধ আরোপ থাকার জন্য দীর্ঘ প্রায় দুই বছর ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে দুই দেশের রেলওয়ে মন্রালয়ের সাথে সহমত হওয়ার ফলে আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ফিরতি বছরে এই প্রথম মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে আজ থেকে। আজ পশ্চিম বাংলার কলকাতা স্টেশন থেকে সকাল ৭,৩০,মিনিট, নাগাদ বন্ধন এক্সপ্রেস রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে।

সেই সাথে বাংলাদেশের ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ১৬৫,জন, যাত্রী নিয়ে কলকাতা উদ্দেশ্যে যাত্রা শুরু করছে মৈত্রী এক্সপ্রেস। এবং এই ট্রেন টি রওনা দেয় সকাল ৮,টায়,। দীর্ঘদিন ধরে ভারতের প্রেট্রোপোল আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল যানবাহন চলাচল। তা কোভিড করোনা বিধিনিষেধ আরোপ করে দুই দেশ। পন্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে দীর্ঘদিন। তবে গতবছর থেকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে চলতে থাকে যান পরিবহন। জরুরি পরিসেবা প্রদান করার জন্য বহু ক্ষেত্রে ছাড় দেয় দুই দেশ। এবছর মেডিকেল করতে আসার জন্য মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে ছাড় দেয় ভারত। তবে দীর্ঘদিন মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ছিল তা আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।এর ফলে ট্রেন যোগে সরাসরি ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতের মধ্যে প্রবেশের কোন বাধানিষেধ রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *