অবশেষে চলচ্চিত্র জগতের সুপার স্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে বম্বে ক্রুজ ড্রাগ মামলায় জামিন দিলেন।
কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়াতে আজও রাত কাটাতে হবে মহারাষ্ট্রের আথার রোড জেলে। তবে শনিবারের মধ্যে আরিয়ান খান বাড়িতে ফিরতে পারবেন। আজ বম্বে ক্রুজ ড্রাগ মামলায় জামিনের বিরোধীতা করেন এন সি বি র আইনজীবী শ্রী অনিল সিঙ্ঘ।এবং আরিয়ান খানের আইনজীবী শ্রী মুকুল রোহাতগি। দুই পক্ষের বক্তব্য রাখেন। সেখানে এন সি বি র আইনজীবী শ্রী অনিল সিঙ্ঘ বলেন, বম্বে ক্রুজ ড্রাগ মামলায় হাতে নাতে ধরা পড়ে যায় আরিয়ান খান।

এবং আরিয়ান খান প্রভাব শালি ব্যাক্তির পুত্র। যদি জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের উপর প্রভাব খাটিয়ে এই কেস হালকা করে দেবে, তাই জামিন মঞ্জুর না করা হয়। তখন শাহরুখ খানের পুত্রের আইনজীবী শ্রী মুকুল রোহাতগি বলেন যে, আরিয়ান খানের বিরুদ্ধে যে, ২৯,নম্বার, ড্রাগ মামলায় ধারা দিয়েছেন তা প্রমাণ যোগ্য নয় তাই আরিয়ান খান কে জামিন মঞ্জুর করা হোক। দুই পক্ষের শুনানি শেষে বম্বে হাইকোর্টের বিচারপতি শ্রী নীতিন সাম্বারের ডিভিশন বেঞ্চ আরিয়ান খান কে জামিন মঞ্জুর করেন। অন্যদিকে এই মামলার প্রধান সাক্ষী শ্রী কে পি গোসাভিকে আজ পূনা থেকে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুনা পুলিশ। আজ আরিয়ান খানের জামিন মঞ্জুর করা কে মহারাষ্ট্রের শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রকৃত সত্যোর জয় হয়েছে বলে দাবি করেন। এবং খুশির হাওয়া বইছে শাহরুখ খানের পরিবারের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *