বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় আন্তর্জাতিক পর্যায়ের বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল বুধবার বিকাল ৫ টায় সংগঠনের উপজেলা সভাপতি নির্মল রায়ের সভাপতিত্বে দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলামকে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসামান্য অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ দলিল লেখকের সম্মাননা পুরস্কার স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ এ কে এম নূরুল ইসলাম, কেন্দ্রীয় মহাসচিব সরদার মোমিনুল ইসলাম পারভেজ, জেলার (অবঃ) সভাপতি আব্দুল হালিম মোল্লা । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান ।