নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা প্রতি বারের নেয় এবারেও ঈদ বস্ত্র বিতরণ করলেন।
২৯ এপ্রিল রোজ শনিবার নাসিক ৮নং ওয়ার্ডে কাউন্সিলর রুহুল আমীন মোল্লা তিনটি এলাকায় শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন, সকাল ১০.৩০ মিনিট সময় প্রথমে ওয়ার্ডের আইল পাড়া প্রাইমারী স্কুলে ২৫০, জন, এনায়েতনগর আব্দুল আজিজ স্কুলে ২৫০, জন, তাঁতখানা প্রাথমিক বিদ্যালয়ে ২৫০,জন মোট ৭৫০ জন কে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
কাউন্সিলর রুহুল আমীন মোল্লা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আল্লাহর রহমতে প্রতি বারের নেয় এবারেও চেষ্টা করেছি ঈদের আনন্দ ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের সঙ্গে ভাগ করে ঈদ উপভোগ করতে তাই আমার সাধ্যমত চেষ্টা করেছি ঈদে সামান্য নতুন কাপড় উপহার হিসেবে দিতে তাই আজকের এই আয়োজন ।
এবং আমার ওয়ার্ড বাসীর উদ্দশ্যে বলতে চাই যাদের সামর্থ্য আছে দরিদ্র মানুষের পাশে দাড়াবার আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল দয়া করে নিজ পরিবার মনে করে দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উপভোগ করুন তা হলেই আল্লাহ খুশি আর আল্লাহ খুশি মানে দুনিয়া খুশি,
তাই আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সিয়াম সাধনার মাসে ঈদের আনন্দ উপভোগ করি সকলেই মিলেমিশে আমার পক্ষ থেকে নাসিক ৮নং বাসীদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।
এসময় নিজ নিজ এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।