ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গতকাল ভারতের ওড়িশা র কাছে বালেশ্বর এর কাছে ভারতের রেলওয়ে স্টেশন কাছে করমন্ডল এক্সপ্রেস ট্রেন গতি বাড়িয়ে সোজাসুজি একটি মালগাড়ি র উপর উঠে আসে। এবং সাথে সাথে তিনটি প্রথম কামরা লাইন চ্যুতি হয়ে উল্ট যায়।

যার ফলে হতাহত হয় বহু মানুষ। এবং আজ সকল পযন্ত মৃত্যু হয়েছে মোট, ২৩৩,জনের, বেশি। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। ট্রেন দুর্ঘটনার স্হানে যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে।

ঘটনার স্হানে পৌঁছে গেছে ভারতের রেলওয়ে র আমলারা। এই করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু এবং ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী।

এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলা র বিধান সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাট্রানায়ক সহ ভারতের জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্ব।

এই করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর আহত ও নিহত মানুষের খোঁজ খবর নিতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্ন থেকে। সেই সঙ্গে আহত মানুষের চিকিৎসা সেবা করতে ভারতের সরকার ও পশ্চিম বাংলা র সরকার এবং ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাট্রানায়ক সহ রেলওয়ে দুর্ঘটনা মানুষের পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *