মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

পদুয়া রেঞ্জের আওতাধীন সাতকানিয়ার হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ এ সময় করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়

(২১ অক্টোবর বৃহস্পতিবার) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়
অভিযানে নেতৃত্ব দিয়েছেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলামের ন‌ির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের পদুয়া রেঞ্জাধীন হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।

এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাসমতের দোকান ও দস্তির হাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *