কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহ করে জানা গেছে যে গত আট বছরে মোট ৪০০৫,জন, ভারতীয় নাগরিক যারা বিভিন্ন কাজে বিদেশে গিয়েছিল তাদের মধ্যে মোট ৪০০৫,জন, ভারতীয় নাগরিক মারা গিয়েছিলেন আত্মহত্যার কারণে।

তার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশি মারা যায়। আরব আমিরাতে ১১২২জন, সৌদি আরবে ২০২৪,জন, কুয়েতে ৪২৫,জন, ওমানে ৩৫১,জন, বাহরাইনে ১৮,জন, কাতারে ১৬৫,জন, মালয়েশিয়াতে ২৫৪,জন, ইতালি তে ৬৫, জন, অস্ট্রেলিয়াতে ৩৩,জন, কানাডায় ৩০,জন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১৯, জন ভারতীয় নাগরিক আত্মহত্যা করে মারা যান।

বেশিরভাগ ক্ষেত্রেই মানষিক কারণে আত্মহত্যা করেন। তবে সব ক্ষেত্রেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে মৃতদেহ উদ্ধার করে আনতে সাহায্য করা হয়েছে। বেশি ভাগ ক্ষেত্রে ভারতের নাগরিক অধিকারের ক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ বিদেশে বসবাস কারি ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করে থাকেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *