মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থলে প্রতিনিয়ত মৃত্যুকূপে পরিণত হয়ে যাচ্ছে ২১মার্চ লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে ৫ বন্ধুর এক সাথে ঝরেগেছে তাজাপ্রাণ পরে ২২ মার্চ লোহাগাড়া সদর ইউনিয়নের লোহার দিঘির পাড়ে রাত ১১ টার সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আহত হয়েছেন চালকসহ প্রায় ২০ জন এই মহাসড়কের লোহাগাড়া অংশ পথের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো মৃত্যুকূপে যেন পরিণত হয়েছে।

যার কারণ হল-যানবাহন চালকদের অসতর্কতা-অসচেতনতা সড়ক ও ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মোবাইল ফোনে কথা বলা, তন্দ্রাচ্ছন্নভাব নিয়ে চালকের আসনে বসা, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা, অহেতুক ওভারটেকিংসহ অন্যান্য অসঙ্গত কারণে ছোট-বড় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই মহাসড়কের লোহাগাড়া উপজেলার কয়েকটি স্থলে সড়ক দুর্ঘটনায় মহাসড়কের লোহাগাড়া অংশে গত ২১ দিনে ১১ জন নিহত ও আহত হয়েছে ৪০ জনের অধিক।

একের পর এক মৃত্যু আর মৃত্যুর পরে স্বজনদের আহাজারী, বাড়িতে বাড়িতে কাঁন্নার ঢল আর চলছে শোকের মাতম বারবার দুর্ঘটনার কারণে এখন আতঙ্কিত এই সড়কে চলাচল করা সাধারণ যাত্রী ও সচেতন মহলেরাও তাই সড়ক আইন মেনে যানবাহন চলাচল ও দুর্ঘটনা কবলিত এলাকায় গতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ বিভিন্ন সচেতন মহলের প্রতি জোর দাবি জানাচ্ছে সমগ্র লোহাগাড়া বাসি সহ ভুক্তভোগী স্বজনহারা মানুষগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *