মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ১৯দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (স:)মাহফিলে আল-কোরআন ও নাতে রসূল (সঃ)পরিবেশনের জন্য অংশগ্রহণকারীদের বাছাই কৃত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২৩ জুলাই শনিবার চুনতিস্থ সীরত মাহফিল কার্যালয়ে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়।উক্ত বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ বিভিন্নপর্যায়ের অন্তত: ৩শ জন।

বিশেষ করে অংশগ্রহণকারীদের মধ্যে একজন দৃষ্টিপ্রতিবন্ধী (অন্ধ) ও অপর এক নার্সারী শিক্ষার্থী কন্যা শিশুও রয়েছে। বাছাই কার্যক্রমের সার্বিক ব্যবস্থায় ও তত্ত্বাবধানে ছিলেন শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,ছাহ সাহেব কেবলার দৌহিত্র পীরজাদা তৈয়বুল হক বেদার, মাওলানা আবদুল মান্নান, সায়েদ উদ্দীন মুহাম্মদ তারেক, হাফিজুর রহমান ছিদ্দিকী, মাওলানা জিয়াউল করিম ও সাঈদুল হাসান মাসুক, মাওলানা রবিউল্লাহ, মাওলানা কামাল উদ্দিন, রাজনীতিবিদ আকতার হোসাইন চৌধুরী ও সোলতান মুহাম্মদ রাফি।

লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিল শুরু হবে আগামী ৮ অক্টোবর। মাহফিলের সকল কার্যক্রমের প্রস্তুতি শুরু করা হয়েছে।

এ উপলক্ষে মাহফিলে আল-কুরআন ও নাতে রসূল পরিবেশনে ইচ্ছুকদের বাছাই করতে পৃথক দুটি বিচারিক কমিটি গঠন করা হয়। আল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাইয়ে বিচারিক কমিটিতে রয়েছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মুহাম্মদ রবিউল্লাহসহ ৪ জন। নাতে রসূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাইয়ে বিচারিক কমিটিতে রয়েছেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা সাইয়েদ নূরসহ ৪জন। বাছাইয়ে যাদের মনোনীত করা হবে, শুধু তারাই ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিলে আল-কুরআন থেকে পাঠ ও নাতে রসূল পরিবেশন করবেন।

১৯৭২ ইং সনে সীরতুন্নবী (সা:) মাহফিলের গোড়াপত্তন করেন চুনতির আলহাজ¦ শাহ্ মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব । তখন থেকে এ মাহফিল প্রতি রবিউল আউয়াল মাসের ১১ তারিখ শুরু করা হয়। ১৯দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন এলাকার প্রখ্যাত আলেমগণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *