আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলের সর্ববৃহত এই পশুহাট থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় হলেও বিগত দিনে হাটের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয়নি।

এমনকি হাটের নিজস্ব কোনো জায়গা নাই ভাড়া জায়গায় হাট বসে। উন্নয়ন বঞ্চিত হাট নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজমান রয়েছে। হাটে আগত ক্রেতা-বিক্রতা, বেপারী ও ইজারদারদের দুর্ভোগের শেষ নাই। এদিকে এলাকাবাসির দীর্ঘদিনের এসব দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন ইউপি চেয়ারম্যান সুমন।

জানা গেছে, মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জননেতা ও তরুণ নেতৃত্বের আইডল মোস্তাফিজুর রহমান সুমন চৌবাড়িয়া হাটের উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা করে মেগা প্রকল্প হাতে নিয়েছেন। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় সুমন হাটের উন্নয়ন কাজ শুরু করেছেন।

পশুহাটেরও যে একটা পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন সেটা পুরুণ করতে কাজ শুরু করেছে সুমন। ইতমধ্যে হাটের নামে নিজস্ব জমি ক্রয় ভরাট, পয়ঃনিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকিকরণ, ক্রেতা-বিক্রেতা, বেপারী ও ইজারদারের সুবিধার্থে পাকা অফিস ঘর নির্মাণ, হাট চত্ত্বরে ইট সোলিং ও আলোকরণ ইত্যাদি কাজ চলমান রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে চৌবাড়িয়া পশুহাট হবে দেশের সেরা হাট।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আমার রাজনৈতিক গুরু এবং অভিভাবক স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন প্রামানিক ও উপজেলা চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন গরুর হাট নির্মাণ ও উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইতমধ্যে প্রায় ২০ বিঘা জমি অধিগ্রহণ মাটি ভরাটসহ বিবিধ কাজে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি বলেন, আধুনিক হাট নির্মাণে আরো জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বিগত ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান প্রথম বারের মত নৌকা প্রতীক নিয়ে ভারশোঁ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউপির উন্নয়ন নানা ধরনের সামাজিক ও সেবামুলক কাজ করে একবার নওগাঁ জেলার শ্রেষ্ঠ ও তিনবার মান্দা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিদেশ ভ্রমণের আমন্ত্রণ পেয়েছেন। এদিকে গত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর পুরুস্কার হিসেবে তাকে মান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটির অন্যতম সদস্য করা হয়েছে এবং ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি করার প্রস্তাব দেয়া হয়েছে।স্বাধীনতার পর থেকে ভারশোঁ ইউনিয়ন পরিষদে পরপর দুবার কেউ চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি। কিন্তু মোস্তাফিজুর রহমান সুমন সে রেকর্ড ভেঙ্গে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *