মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার।
জগন্নাথপুর উপজেলা ভিত্তিক ৫০ টি মসজিদে বৃক্ষরোপন কর্মসূচি সবুজ সাথী(২) প্রজেক্ট টানা পনেরোদিন পরিশ্রমের পর সফলভাবে সম্পন্ন হয়েছে।
মসজিদগুলো হলোঃ
১/ ইছগাও পূর্বপাড়া জামে মসজিদ,
২/ইছগাও পশ্চিম পাড়া জামে মসজিদ,
৩/নারিকেল তলা জামে মসজিদ,
৪/ঘোষগাও কোনাপাড়া মসজিদ,
৫/মোল্লা বাড়ী জামে মসজিদ,
৬/ঘোষগাও জামে মসজিদ,
৭/টিয়ারগাও নতুন জামে মসজিদ,
৮/টিয়ারগাও পুরাতন জামে মসজিদ,
৯/রসুলপুর কেন্দ্রীয় মসজিদ,
১০/হলদিপুর জামে মসজিদ,
১১/স্বজনশ্রী পুরাতন জামে মসজিদ,
১২/স্বজনশ্রী নতুন জামে মসজিদ,
১৩/স্বজনশ্রী পশ্চিম পাড়া জামে মসজিদ,
১৪/কবিরপুর জামে মসজিদ,
১৫/খান বাড়ী জামে মসজিদ,
১৬/উত্তর রসুলপুর জামে মসজিদ,
১৭/মজিদপুর কেন্দ্রীয় মসজিদ,
১৮/হাজী শফিকুল ইসলাম ভূইয়া জামে মসজিদ,
১৯/জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ,
২০/জগন্নাথপুর কেন্দ্রীয় মসজিদ,
২১/কুবা জামে মসজিদ,
২২/হাজী মুক্তার আলী মসজিদ,
২৩/বলবল জামে মসজিদ,
২৪/পশ্চিম ভবানীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ,

২৫/ইকড়ছই কেন্দ্রীয় মসজিদ,
২৬/ছালিমুল্লাহ ভূঁইয়া জামে মসজিদ,
২৭/ছিলিমপুর জামে মসজিদ,
২৮/চিলাউড়া জামে মসজিদ,
২৯/পন্ডিতা জামে মসজিদ,
৩০/গোলাপাড়া ও পুঞ্জী পূর্ব পাড়া জামে মসজিদ,
৩১/পাঠাহগার জামে মসজিদ,
৩২/রব্বানী জামে মসজিদ,
৩৩/বেলাল রাঃ জামে মসজিদ,
৩৪/ জগন্নাথপুর উপজেলা জামে মসজিদ,
৩৫/ছিক্কা জামে মসজিদ,
৩৬/হবিবপুর পশ্চিম পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ,
৩৭/শেরপুর বায়তুল আমান জামে মসজিদ,
৩৮/চিলাউড়া গাঙপাড় জামে মসজিদ,
৩৯/চিলাউড়া সমধল জামে মসজিদ,
৪০/চিলাউড়া বায়তুল মামুর জামে মসজিদ,
৪১/শাহজালাল জামে মসজিদ,
৪২/বায়তুল জান্নাত জামে মসজিদ,
৪৩/জান্নাতুল ফেরদৌস কেন্দ্রীয় জামে মসজিদ,
৪৪/প্রভাকরপুর জামে মসজিদ,
৪৫/হিজলা পুরাতন জামে মসজিদ,
৪৬/হিজলা নতুন জামে মসজিদ,
৪৭/পশ্চিম ভবানিপুর জামে মসজিদ,
৪৮/আলখানা পাড় জামে মসজিদ
৪৯/হবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ,
৫০/হবিবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ।
উল্লেখ্য যে,সবুজ সাথী(২) প্রজেক্টে পূর্বনির্ধারিত ৫০ টি মসজিদে ৩ টি করে ফলজ বৃক্ষ রোপন করা হয়।
সম্পূর্ণ প্রজেক্টটি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের দেশ-বিদেশের সদস্যদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *