মোহাম্মদ এরশাদুল হক,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২০২৩ মাসে অপরাধ পর্যালোচনায় জেলার শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।

৯ এপ্রিল সকালে চট্টগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবৈধ ৪ টি এল জি, ১২২ রাউন্ড গুলি সহ মাদক উদ্ধার, চিহিৃত চোর- ডাকাত গ্রেফতার, ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উদঘাটন, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং থানা এলাকায় সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলা পুলিশের মার্চ/২০২৩ মাসের অপরাধ সভার সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার ইনচার্জ হিসেবে ওসি আতিকুর রহমান নির্বাচিত হন।

মাসিক পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার ইনচার্জের সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম।

এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবে।জেলা পুলিশ সুপার মহোদয় ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে লোহাগাড়ার আইন শৃঙ্গলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। স্যারদের সাপোর্ট পেয়েছি,সহযোগীতা পেয়েছি বলেই আমি এ সম্মাননা অর্জন করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *