নিজস্ব সংবাদদাতা:
বেশ কয়েক মাস ধরেই নারায়ণগঞ্জ শহরের ভবিষ্যৎ নির্ধারণে মেয়র প্রার্থী হবেন কামরুল ইসলাম বাবু। নগরের জ্যেষ্ঠ মানুষগুলোর সমর্থনে শহর রক্ষার আন্দোলনের স্লোগান নিয়ে গঠিত হয়েছিল জয় বাংলা নাগরিক কমিটি। সেই কমিটি তাঁকে মনোনয়ন দিয়েছিল।
এবার তা দৃশ্যমান হয়ে উঠলো। গেলো ১৩ ডিসেম্বর মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির।
বুধবার (১৫ ডিসেম্বর) কামরুল ইসলাম বাবু নিজেই নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনে হাজির হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছন।
জয় বাংলা নাগরিক কমিটির মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু গণমাধ্যম কর্মীদের জানন- জাতির পিতার একের পর এক স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছন। সেজন্য আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।
শহরজুড়ে শুধুই পুরোনো আলোচনা, নতুন করে স্থান করে নিয়েছে। কেননা ক্ষমতাসীন দলের হয়ে সেলিনা হায়াৎ আইভি পুনরায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তা নিয়ে গেল কয়েকদিনে সরব আলোচনা থাকলেও কামরুল ইসলাম বাবুকে নিয়ে রহস্য ছিল, আছে। ১৫ ডিসেম্বর থেকে আমাদের রাখা সুপারিশ নিয়ে জনাব বাবু নির্বাচন করবেন। নানাবিধ পরিকল্পনার বাস্তবায়নে তখন যাওয়া হবে।
জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর বলেন- তাঁকে কে কিভাবে দেখছে, আমরা তা নিয়ে মন্তব্য করব না। ধরে নিলাম তিনি মেয়র প্রার্থী হিসাবে আন্ডাররেটেড। কিন্তু, সময়ের সাথে সাথে দ্রুত প্রেক্ষাপট বদলাবে। তিনি আন্ডারডগ থেকে ডার্কহর্স হয়ে এই নির্বাচনের ফেভারিট প্রার্থী হয়ে পড়বেন বলে মনে করছি। কারণ, মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে। আর কারা সন্ত্রাসী তা আপনারা জানেন। এই শহরের অধিবাসী দুর্নীতির বিপক্ষে। কারা দুর্নীতি করে প্রাসাদতুল্য বাড়ি ব্যাংক ব্যালান্স করেছেন, তাও নগরবাসী জানেন। এখন একটি বিপ্লব হবে, সেই বিপ্লবের উদ্যোক্তা জয় বাংলা নাগরিক কমিটি হতে পারে বলে মনে করার সুযোগ আছে।
এসময় জয় বাংলা নাগরিক কমিটির শত শত নাগরিক উপস্থিত ছিলেন। এর মধ্যে কমিটির মোনেম সাগর, মানজিল হোসেন, আমিনুর রহমান সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।