71bangladesh

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রয় করার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের সারের খুচরা বিক্রেতা মোঃ বাবু (৩৬) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকালে সারের বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ও যাতে ন্যয্যমূল্যে কৃষরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান এক খুচরা সার বিক্রেতাকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *