ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন অতীতে যখন ইলেকট্রনিকস যোগাযোগ ব্যবস্হা ছিলো না তখন সাধারণ মানুষ সহ অফিসিয়াল কোন ঘোষণা, সতর্কবার্তা, নির্দেশ বা বার্তা সরকার প্রচার করতো ডাক বিভাগের চিঠির মাধ্যমে।

তখন ব্যস্ত সময় পার করতো ডাক বিভাগের রানার, কর্মচারী ও কর্মকর্তারা।আধুনিক সভ্যতায় ইলেকট্রনিকস প্রযুক্তির কারনে ডাক বিভাগের প্রয়োজনীয়তা যখন কিছুটা কম অনুভব করতে শুরু করেছিলো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ পদক্ষেপে দেশের সকল ডাক কেন্দ্রগুলিকে নয়া ডিজিটালাইজেশন করে গড়ে তোলা হচ্ছে।

তিনি গতকাল সোমবার বেলা এগারোটায় ডাক বিভাগের বাস্তবায়নে জরাজীর্ণ ডাকঘর সমূহ সংস্কার পূনর্বাসন ২য় পর্যায় প্রকল্পের আওতায় প্রায় পৌনে এক কোটি টাকা ব্যায়ে নবনির্মিত বটিয়াঘাটা উপজেলা পোষ্ট অফিস শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোষ্ট মাষ্টার জেনারেল ( দক্ষিণাঞ্চল)মোঃ শামসুল আলম,ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল এফ এম ওয়ালিউজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, খুলনা ডাক বিভাগের সুপারিন্টেনডেন্ট মোঃ তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ জাকির হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,

সিনিয়র সাংবাদিক অব: অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক অরুপ জোদ্দার,ডাক বিভাগের পরিদর্শক (প্রশাসন) গোবিন্দ মন্ডল,পরিদর্শক প্রনবেশ গাইন,উপজেলা পোস্ট মাষ্টার অনুপম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী সত্যেন্দ্র নাথ মন্ডল,এস আই সাফুর আহম্মেদ,ডাক বিভাগের উদ্যোক্তা মৃগাঙ্ক মন্ডল টগর, ডাক বিভাগের উদ্যোক্তা রাজু বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথি এ ফিতা কেঁটে ভবনের ফলক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *