ষ্টাফ রিপোর্টার ইউসুফ আলী প্রধানঃ

রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–১৪ আসন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। গত ৪ এপ্রিল মারা যান এই আসনের সংসদ সদস্য আসলামুল হক। আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লকডাউনের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই।

ঢাকা–১৪ আসনের নৌকার প্রার্থী হাতে চান আকরাম হোসেন বাদল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কঁরগাও ইউনিয়নের ভুনা গ্রামের মরহুম তোতা মিয়ার পুত্র।

বর্তমানে ঢাকায় বসবাস করেন।
ঢাকা–১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের আত্মার মাগফিরাত কামনা করে আকরাম হোসেন বাদল বলেন, আসলাম ভাই নেই। বাস্তবিক কারণেই এখানে উপনির্বাচন হবে। আমি দীর্ঘদিন দলের সঙ্গে আছি। নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে দাঁড়াই। দল ও নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তরুণদের মূল্যায়ন করেন| এজন্য অন্যদের মতো আমিও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

গণমাধ্যমকে জানানো হয়, আকরাম হোসেন বাদল ১৯৯১ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৩নং ওয়ার্ড ২নং ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩–৯৪ সালে ৩নং ওয়ার্ডে এবং ১৯৯৪–৯৭ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮–৯৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।
আকরাম হোসেন বাদল ২০০১–০৫ সাল পর্যন্ত রাজনৈতিক মামলায় কারাবন্দী ছিলেন।

২০০৫ সালে কারামুক্তির পর আওয়ামী তরুণ লীগ নামে সংগঠন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ওই বছরই হামলার শিকার হন আকরাম হোসেন বাদল। মাথার খুলি ফেটে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। এঘটনায় বিএনপি–জামায়াত কর্মীদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেন।

২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মন্ডলীর সদস্য মনোনীত হন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির একাধিক সিনিয়র নেতাদের বিরুদ্ধে করা তিনটি মামলার বাদী আকরাম হোসেন বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *