আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন(১ম সংশোধিত)” প্রকল্পের আওতায়
কামারগাঁ ইউনিয়নের (ইউপি)
হাতিশাইল -ঘৃতকাঞ্চন উপ-প্রকল্প খাল পূনঃখননসহ আনুসাংগিক কাজের উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, ২৯ মার্চ মঙ্গলবার স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপির লব্যতলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ও সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। এদিকে একই দিন ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

জানা গেছে, ২৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপুর্তি উপলক্ষে বিমল জেমস কন্ডার সভাপতিত্বে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পাঁচন্দর ইউপি ভবন হলঘরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুপ্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *