আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরের এক নম্বর কলমা ইউনিয়নে (ইউপি) বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ১৩ ফেব্রুয়ারী রোববার ইউপির বিল্লী বাজারে তানোর থানা পুলিশের উদ্যোগে ও কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তানোর থানার ওসি (তদন্ত) উসমান গণি ও কলমা ইউনিয়ন এর বিট ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিসহ সাধারণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, অপরাধীর কোনো পরিচয় নাই তার একটাই পরিচয় সে অপরাধী, তিনি বলেন, ইচ্ছে করলেই পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা কঠিন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *