আলিফ
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমকর্মীরা সাংবাদিক লাঞ্চিত, ক্যামেরা ভাঙচুর, ঠিকাদের শাস্তি ও উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন। জানা গেছে, ৩ এপ্রিল শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার উদ্যোগে ও তানোর রিপোর্টাস ক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিজান, টিপু সুলতান মফিজ উদ্দিন, আব্দুস সবুর, আলিফ হোসেন, মনিরুজ্জামান মনি, জাকির হোসেন টুটুল ও সোহেল রানা প্রমুখ। বক্তরা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্য অভিযুক্ত ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষণা হবে। প্রসঙ্গগত, গত ১ এপ্রিল তানোরের কলমা ইউপির আজিজপুর-কুজিশহর রাস্তা নির্মাণে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক সারোয়ার হোসনকে শারীরিকভাবে লাঞ্চিত ও ক্যামেরা ভাঙচুর করে তাকে হত্যার হুমকি দেয় ঠিকাদার মোকসেদ আলী।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *