কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র গোরস্তান ও সরকারি রাস্তা দখল করে গত এপ্রিল মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ পৌরসভার ১৯,নম্বার, ওয়াডে একটি বেআইনি নির্মাণ কার্য সম্পাদন করেন বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ১৯,নম্বার, ওয়াডের পৌর পিতা জনাব লুৎফর হোসেন।

সেই মামলার বাদী হয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রী বাস্তব ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায় দেন যে আগামী দুই মাসের মধ্যে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান জনাব লুৎফর হোসেনের বেআইনি নির্মাণ কে ভেঙে গুড়িয়ে দিতে হবে বজবজ পৌরসভাকে এবং বজবজ থানার পুলিশ কে। এবং সেই কাজ সম্পন্ন হয়েছে কি না তার পূণাঙ্গ রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ এ জানাতে হবে।

এই বেআইনি নির্মাণ করা নিয়ে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মমতা মন্ডল ও আইনজীবী নিতাই চন্দ্র সাহা। তাদের দায়ের করা মামলা র রায় আজ চুড়ান্ত করে রায় দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *