মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১৫মামলায় সেই পলাতক আসামী আহম্মদ শফি কে আটক করা হয়েছে।

গতকাল রাতে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম মহানগরের পুলিশের সহায়তায় চট্টগ্রাম মহানগর এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আহম্মদ শফি (৪৯)এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন আহমদ শফি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে আত্মগোপনে ছিলো তাকে আমরা চট্টগ্রাম মহানগর এলাকা থেকে আটক করেছি।

তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ৪টি সিআর সাজা (২টি পরোয়ানা ১বছর করে ও ২টি পরোয়ানা ৬ মাস) এবং ১১টি সিআর ওয়ারেন্ট সহ মোট ১৫ টি ওয়ারেন্ট মূলতবী আছে সে প্রতারনার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে পরবর্তীতে আত্নসাৎ করে এবং আত্নসাতের ঘটনায় তার বিরুদ্ধে সাজা সিআর ১৬২২/১৬, দায়রা নং-৮৫৩/১৮, সাজা সিআর ৪৯/১৫, দায়রা নং-১১৬৯/১৬, সাজা সিআর ১৯০/১৬, দায়রা নং-১৬৮৯/১৮, সাজা সিআর ৮৮/১৫, দায়রা নং-৫৬৮৭/১৬, এবং সিআর ৭০/১৫, সিআর ১১৪/১৫, সিআর ১৩৭/১৪, সিআর ১৪১/১৫, সিআর ২৯/১৫, সিআর ৮৮/১৫, সিআর ৮৭/১৬, সিআর ৮৬/১৬, সিআর ১৯০/১৬, সিআর ১০২/২২ এবং সিআর ২৫৭/১৬, মামলায় পরোয়ানা জারি হয়।২৬ জুলাই সকালে গ্রেফতারকৃত আসামী আহম্মদ শফিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *