নিজস্ব সংবাদদাতা: অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটি দীর্ঘ ৫ বছর যাবৎ জনকল্যাণ মুখি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৩ রমজান (সোমবার) ২৪ মার্চ বিকাণ ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসট্যান্ডে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মিঠুন মিয়া’র সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণী এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি. এইচ. বাবুল, সহ-সভাপতি আক্তার হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংবাদিক অপু রহমান, সমাজ সেবক ফিরোজ কায়সার, তরুন দলের নেতা দেলু, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নাসিক ৮নং ওয়ার্ডের মূলদলের নেতা তোফাজ্জল, শিপন, রাজা, শাহিন, সজল সহ সংগঠন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথিরা বলেন- আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। আজ এ-ই সামাজিক সংগঠন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনিয়। আসুন আমরা সবাই যে যার সামর্থ অনুযায়ী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
ঈদ সামগ্রী বিতরণে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির সহ-সভপতি শিহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, অর্থ সম্পাদক শিপন জোমাদ্দার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পিয়াসা আক্তার প্রমূখ।