বোরহান মেহেদীঃ
নরসিংদী থেকে বোরহান মেহেদী : করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ১ এপ্রিল বৃহস্পতিবার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনায় জেলা শহরসহ সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

নরসিংদী সদর শহরের ভেলানগর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দানকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়া ও বাইরে অবস্থানকালে আবশ্যিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। জীবন জীবিকার ভারসাম্য বজায় রেখে সরকারি নির্দেশনার আলোকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

লিফলেট বিতরণকালে সম্মানিত পুলিশ সুপার, নরসিংদী ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন উদ্যোগে পলাশ, সিবপুর, রায়পুরা, মাধবদী, মনোহরদী এবং বেলাবোতেও করোনা ভাইরাজ সতর্কতা অবলম্বন বার্তা সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *