বোরহান মেহেদী:
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অনেকটা ঢিলেঢালাভাবে হচ্ছে লকডাউন। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বুধবার ১৪ এপ্রিল সকাল থেকে শহরের পৌরসভা মোড়, আরশীগর, জেলাখানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে লোকজনের চলাচল ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

তাছাড়া মাধবদী, পলাশ ও রায়পুরাসহ বাকি ৫ টি উপজেলার চিত্র একই। এসব বাজারগুলোতেও মাস্ক বিহীন জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতেও দেখা গেছে। কিছু কিছু মানুষর মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানছেন না তারা। তবে মহাসড়কের জেলখানা মোড়ে গণপরিবহন চলাচল রোধ করতে তৎপর ছিল ট্রাফিক পুলিশ।

বিভিন্ন মার্কেটে অনেক দোকানিরা অর্ধেক সাটার খোলা রেখেছেন। তবে আশানুরূপ ক্রেতা না থাকায় বিক্রেতারা হতাশ। আসছে ঈদুল ফিতরকে ঘিরে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখাতে চান ব্যবসায়ীরা।

তবে কিছু অভিজ্ঞ মহল মনে করেন, নরসিংদী বর্তমানের করোনা ভাইরাজ সংক্রমণের দিক দিয়ে রেড জুন আওতাভুক্ত। ১৪ এপ্রিল জেলার ৫টি উপজেলার মধ্যে একমাত্র পলাশেই করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ জন। তাই এখানে সবকিছুর উর্ধে জীবন, আর জীবন বাঁচাতে লকডাউন কড়া করতে প্রাশসন আরো কঠোরতা অবলম্বন হওয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *