বোরহান মেহেদীঃ
নরসিংদী প্রতিবেদক : নরসিংদী শহরের ব্রাহ্মদী খালপাড় এলাকায় অবস্থিত অক্সফোর্ড সুপারশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে শপ থেকে ধূয়া বের হতে দেখলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুপারশপ ঘুড়ে দেখা যায়, আগুনে গার্মেন্টস সামগ্রি, কসমেটিক্স, শিশুদের খেলনা ও খাদ্যদ্রব্য সহ অধিকাংশ মালামাল পড়ে গেছে এবং শীতাতপনিয়ন্ত্রিত এই শপের বেশকিছু এসি আগুনে পুড়ে গেছে।

সুপারশপের স্বত্বাধিকারী বুলবুল জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তারা শপ বন্ধ করে বাসায় চলে যায়। আজ সকাল ৭টার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে আগুন লাগার খবর তারা জানতে পায়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুলবুলের বড়ভাই জাকির হোসেন জানান, তারা ৩ ভাই টেইলার্স সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত কিন্তু লকডাউনে টেইলার্স বন্ধ থাকায় সবার পুঁজি সুপারশপে বিনিয়োগ করেন।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান বিশাল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অন্যদিকে ব্যাংকের লোন! সবমিলিয়ে ভেঙে পড়েছে সুপারশপের সত্ত্বাধিকারী শাহজাহান সিরাজ বুলবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *