নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যলয় ১৫ ই আগষ্ট ৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা আমির হোসেনের উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করেন।
দোয়া ও মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস তাই সকল শহিদ মুক্তি যোদ্ধাদের সরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
সেই সময়ও বাঙালি জাতির কিছু নর পশুর দল নির্মম ভাবে বঙ্গবন্ধু কে হত্যা করে এই ১৫ ই আগষ্ট কে জাতীয় শোক দিবস বানিয়েছেন ঠিক বর্তমান সময়েও কিছু কুচক্রী মহল বর্তমান সরকারের অপপ্রচার করে বেড়াচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধুর কন্না বর্তমান সরকার জন নেত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণের কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে থেকে ভ্যকসিন টিকা সংগ্রহ করে আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে, আরো বলেন মানুষ যেন হয়রানি না হয় তাই হাসপাতাল সহ জেলা,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে গণটিকা দেওয়া শুরু করেছেন।
তারপরও কিছু মানুষ অপপ্রচার করার চেষ্টা করছেন , আরো বলেন মানুষ হয়ে মানুষের ভালো কাজে বাঁধা না করে এই ক্লান্তি লগ্নে মানুষ কে অপপ্রচার না করে সবাই ভ্যকসিন গ্রহণ করি নিজে নিরাপদ থেকে পরিবার ও দেশকে নিরাপদ করি আল্লাহ আমাদের মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে হেফাজত করুন আমিন।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন,জাতীয় ধর্ম বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত কবির,জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ভুলেট,
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নূর আলী সাহেব, সাংগঠনিক সম্পাদক কাদির মোল্লা, মসজিদ কমিটির সভাপতি তোতা মিয়া, সমাজ কমিটির সভাপতি আলী হোসেন, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র লীগ নেতা ও চিত্তরঞ্জন স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম বাবুল,
যুব লীগ নেতা আমির হোসেন সহ নাসিক ১০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার মান্য গন্য মুরব্বি গন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ১০ ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মহিউদ্দিন মিয়া আয়োজনে ছিলেন যুবলীগ নেতা আমির হোসেন।