নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরে স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে “এসো হাঁসি কুড়াই” এই স্লোগানকে সামনে রেখে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে ৫ টাকার হাঁসি নামক এক সেবামূলক মেলা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে তল্লা ছোট মসজিদ এলাকায় এ সেবামূলক মেলা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর সুস্বাস্থ্যের লক্ষ্যে স্বাস্থ্যসেবা দিতে সেবামূলক মেলা কার্যক্রমে এসো আলোর সন্ধান সংগঠনটি যুক্ত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করে। ৫ টাকার হাঁসি নামক সেবামূলক মেলা কার্যক্রমে ছেলে শিশুদের জন্য ছিলো- ৫ আইটেমের শার্ট, ৩ আইটেমের পেন্ট, খেলনা বন্দুক, খেলনা গাড়ী। আর মেয়ে শিশুদের জন্য স্কার্ট, টি-শার্ট, ফ্রগ, ঘড়ি, চুড়ি, কানের দুল, হেয়ার ব্যান্ড, কাজল, লিবিষ্টিক ইত্যাদি এসব সামগ্রী বিক্রি করা হয়। মেলাটি ৩ টায় শুরু হয়ে সন্ধার আগেই ইতি টানে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন- স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা রিপা আক্তার।

স্বপ্নের শহর যুব উন্নয়ন সংস্থার সহযোগীতায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের শিক্ষিকা রত্না দাস, নাসিক ১১নং ওয়ার্ডের সমাজ সেবক শাহদাত হোসেন বাবু, এসো আলোর সন্ধান’র সভাপতি মোঃ নবী হোসেন, মার্জিয়ানা রিমু, বিথী, ইয়াছিন, রুদ্র, সৌরভ সাহা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *