নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোকন (২৪) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুণ্ডা মদিনাবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোকন সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা মধুগর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।
এদিকে নিহত রোকনের বড় ভাই দিদার জানিয়েছেন রোববার (২৮ আগষ্ট) রাত ১০টায় বাসা থেকে গাড়ি চালানোর উদ্দেশ্য বের হয়। এর পর থেকে আর কোনো খোঁজ নেই তার। পরে সোমবার সকাল সকাল সাড়ে ১০ টায় আমার ছোট ভাই লিটন ফোন করে জানায় রোকন কে কেউ হত্যা করেছে।
এদিকে নিহত রোকন যে গ্যারেজের অটো চালাতো সেই মালিক ফয়সাল জানিয়েছেন, সে মাঝে মধ্যে নেশা করতো। তবে কখনো কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি আমরা। সে যখন যে কাজ পেতো তাই করতো। আর রাতের বেলায় গাড়ি চালাতো। রবিবার রাতে ঠিক তেমন করেই গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে যায়। পরে সকালে খবর পেলাম কেউ তাকে হত্যা করে গাড়ি নিয়ে গেছে।
ইজিবাইকের মালিক নূর আলম জানিয়েছেন, রোকন রবিবার রাতে যখন গাড়ি বের করতে আসে তখন আমি তাকে বলেছিলাম তুই রাতে আর গাড়ি বের করিসনা। সে আমাকে বলে ভাই হাতে টাকা নেই, কিছু টাকার কাজ করে আসি। আমাকে ১০ টাকা দিন চা খাবো। পরে তাকে ১০ টাকা দিলে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সারা রাত কোনো খোঁজ না পেয়ে গ্যারেজে বসে থাকি। পরে সকাল ১০ টার সময় শুনতে পাই কেউ তাকে হত্যা করে গাড়ি নিয়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, সোমবার সকালে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহতের নাম রোকন। সে পেশায় একজন ইজিবাইক চালক। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে প্রকৃত ঘটনা উদঘাটন ও এর সাথে জড়িতদের চিহ্নিতের কাজ চলছে।