নারায়ণগঞ্জ সদর ও রাজধানীর মোহাম্মদপুর হতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে দেড়
কোটি টাকা মূল্যের ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১১।

এসময় মোঃ শাহাবুল হাসান (৩১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে সিরাজগঞ্জের সদর থানাধীন শাহেদনগর এলাকার স্থায়ী বাসিন্দা।

সোমবার বিকেল ৫টায়
র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার এএসপি মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত গণমাধ্যমে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ জুন র‌্যাব-১১’র একটি আভিযানিক দল দুপুর পৌনে ৩টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন ডন চেম্বার মোড় এসএ পরিবহন পার্সেল অফিসের গেটের সামনে পাকা
রাস্তার উপর এবং ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ জননী
এ·প্রেস পার্সেল সার্ভিস এর দরজার সামনে পাকা রাস্তার উপর বিকেল সারে ৬টায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীর হেফাজত হতে সর্বমোট ১ কেজি ৪৫০ গ্রাম
হেরোইন ও মাদক ব্যবসার কাজে ব্যবহƒত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যের আড়ালে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নপ স্থানে সরবরাহ করে আসছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *