নিজস্ব প্রতিবেদকঃ
১৯৬৫ সালে জন্ম নেওয়া গরীব পরিবার থেকে বহু কষ্টে ধীরে ধীরে মেহনত করে নিজের পায়ে দাড়িয়ে বাংলাদেশের কিছু নাম করা মেম্বার এবং কাউন্সিলদের মধ্যে আলা হোসেন মেম্বার অন্যতম।

একাদ্বারে পরপর চারবার কদমতলি ৭নং ওয়ার্ডে মেম্বার এবং কাউন্সিল পদে প্রতিদ্বন্ডিতা করে দুইবার কাউন্সিল হওয়া পরবর্তী ১০০ বছরে কারো পক্ষে সম্ভব হবে কিনা তা হয়তো কারোই জানা নেই। দোষ গুণ সব মানুষেরই আছে। কোন মানুষ সব মানুষের কাছে যেমন প্রিয় নয় ঠিক তেমনি কোন মানুষ একক ভাবে সবার কাছে খারাপও নয়! আলা হোসেন কোন মানুষের যেমন ক্ষতি করেনি, তেমনি যে ভাবে মানুষের উপকার করার কথা তা হয়ত করতে পারিনি খুব সম্ভবত রাজনৈতিক কারণে,কাউন্সিলর আলা হোসেন কখনও মামলা বাজ ছিলেন না।
অকারণে কারো বিরুদ্ধে বা কাউকে মামলা করতে উৎসাহ করেন নি।

এক কথায় উপকার করতে না পারলেও ক্ষতি করেন নি !
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দুইদিন আগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে ২৬-১০-২১ ইং রাত ১০ টায় তিনি তার দুই ছেলে স্ত্রী এবং আত্মীয় স্বজনের সামনে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহী রাজিওন) অত্র এলাকার বাসিন্দারা তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন । এবং তার পরিবারের জন্য আন্তরিক সমবেদনা জানিয়ে তার জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *