২২-২-২২ ইং মঙ্গলবার নাসিক ৮নং ওয়ার্ডে প্রতিটি এলাকার যুবক ও মুরব্বি ঐক্য বদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী শান্তি পূর্ণ মিছিল বের করলে মিছিলের পিছনে অতর্কিত হামলা পরে।
জানা যায় যে মিছিল টি নাসিক ৮নং ওয়ার্ড বউ বাজার সাত তলা মোর থেকে শুরু করে তাঁতখানা স্কুল হয়ে আদমজী রোড মেইন রাস্তার উঠলে মিছিলটির পিছনে থাকা হাবিবুর ও আরো দুজনকে উদ্দেশ্য করে মোক্তার নামের এক যুবক বিতর্কজনক কথা বল্লে হাবিবুর তা জিজ্ঞেস করতে গেলে মোক্তার ও তার সঙ্গে থাকা মহিলাদের নিয়ে হাবিবুর কে হামলা করে,
পরে মিছিলে থাকা মনির কে কেউ ফোন করে বলেন যে তাঁতখানা জইল্লা পাগলার মাঠের সামনে মোক্তার ও তার সহযোগিরা হাবিবুর কে হামলা করেছে, মিছিল টি ঘুরে জইল্লা পাগলার মাঠে আসলে দেখা যায় নাসিক ৮নং নির্বাচনে লাটিম প্রতীকের পরাজিত প্রার্থী মহসিন ভুইঁয়া কে, তাৎক্ষণিক ভাবে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলেও মিছিলে থাকা মুরব্বি মাহাবুব কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সঙ্গে যোগাযোগ করলেন,
কাউন্সিলর রুহুল আমিন মোল্লা কোনো প্রকার ঝামেলা না করার জন্য অনুরোধ জানিয়ে সকলকে চলে আসতে বলেন এবং সবাই চলে আসেন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সিদ্ধিরগঞ্জ থানায় উপেন হাউজ ডে থাকায় সন্ধ্যার পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সঙ্গে নিয়ে জইল্লা পাগলার মাঠে আসলে আশেপাশে খোঁজ নিয়ে জানা গেছে মোক্তার দেশীয় অস্ত্র ধারালো ছুরি নিয়ে পরিকল্পিত ভাবে হামলার ঘটনা ঘটিয়েছেন ।
কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন গত নির্বাচন থেকে শুরু করে একাধিক বার এই সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে মোক্তার ও তার সহযোগিরা, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা আরো বলেন, মহসিন ভুইঁয়া তিন বার নির্বাচনে পরাজিত হয়ে এখন (কালাম উর্ফে ছুক্কু), মোক্তার,বুলবুল সহ মাদক কারবারি সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করছেন তবে নাসিক ৮নং ওয়ার্ড বাসি এখন অনেক সচেতন সন্ত্রাস,মাদক, অত্যাচারীর বিরুদ্ধে ঐক্য বদ্ধ হয়েছে তাই সবাইকে বলছি এখনো সময় আছে সাবধান হয়ে যান অপরাধী যে হোননা কেন কোনো ছাড় দেওয়া হবেনা।
এদিকে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সিদ্ধিরগঞ্জ থানা কে বিষয় টি জানালে পুলিশ এস আই আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করতে তদন্তে আসেন, এস আই আলমগীর হোসেন কে মামলার বিষয় জানতে চাইলে বলেন এখনো তদন্ত চলছে বিস্তারিত পরে জানাতে পারব।