মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :

বেগমগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে ) নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) মোঃ ইসতিয়াক আহাম্মেদ তানভীন সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করা কালে বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন ০৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ীতে আসামীদের বসত ঘরের সামনে আসামী (১) কুসুম বেগম(৪৫), (২) দেলোয়ার হোসেন(৫৫) ও (৩)আজাদ হোসেন(২৫), আটক করেন।

এসময় মো: মহরম আলী প্রকাশ বাবর নামে একজন আসামী পালিয়ে যায়। পরে উক্ত আটককৃত আসামীদের দেহ তল্লাশিকালে আসামী কুসুম বেগমের (৪৫) ডান হাতের মুষ্টি হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, আসামী দেলোয়ার হোসেনের(৫৫) পরিহিত ফতুয়ার নিচের দিকের ডান পকেট হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী আজাদ হোসেন(২৫) এর পরিহত লুঙ্গির সামনের কোচ হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।

পালিয়ে যাওয়া আসামী মো: মহরম আলী প্রকাশ বাবর বিরুদ্ধে ইতোপূর্বে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *